শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপালী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   13 বার পঠিত

রূপালী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

অর্থবিজ প্রতিবেদক :
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহীত করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫।
ঝালকাঠি জেলার শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে র‌্যালির মাধ্যমে কনফারেন্সের উদ্বোধন করা হয়। জেলার ২৩ টি স্কুলের শিক্ষার্থী এবং ২২ টি তফসিলি ব্যাংক এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল পরিদর্শন বিভাগের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার মো. আ. জব্বার।
কনফারেন্সে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বরিশাল বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহামুদ। এছাড়া রূপালী ব্যাংক ঝালকাঠি শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. রোমান, ঝালকাঠি শহরস্থ ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশিষ কুন্ডু ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতেই স্কুল ব্যাংকিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা ব্যাংকে জমা করতে পারবে। তাদের এই হিসাব থেকে কোন চার্জ কাটা হবে না। এছাড়া তাদের জমানো টাকার ওপর লভ্যাংশও দেয়া হবে।
সম্মেলনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা স্কুল ব্যাংকিংয়ের উপকারিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় আর্থিক অভ্যাস গড়তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ ব্যাংকের সহাযোগিতায় লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক এবং জেলার ২২টি ব্যাংক এই কনফারেন্সের আয়োজন করে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191