
| রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 40 বার পঠিত
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৪) ও ৯ মাসে (জুলাই-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
রোববার (২১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩১ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৯৯ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ১.৩২ টাকা বা ৪৪ শতাংশ।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬.২৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ১৩.৫২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ২.৭১ টাকা বা ২০ শতাংশ।
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এিএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬.৭৫ টাকা।
Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman