
| রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 36 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মো. আনিসুর রহমান আর নেই। আজ ৫ জানুয়ারি দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন তিনি। আনিসুর রহমান নিউমোনিয়ায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স তার ফেসবুকে এক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেছেন বশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান স্যার আর নেই। দেশ ও গন মানুষের প্রতি তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আনিসুর রহমান ১৯৩৩ সালে ময়মনসিংহ জেলায় জন্ম গ্রহন করেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক বিনায়েক সেন বলেন, আনিসুর রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৭৫ সালের পর তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যোগদান করেন। তিনি সেখানে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশে ফিরে নিজেকে লেখালেখিতে নিয়োজিত করেন। তিনি বিআইডিএস’র জার্নালে লিখেছেন।
তিনি আরও বলেন. আনিসুর রহমান সবসময় পার্টিসিপেটরি প্ল্যানিংয়ের (অংশগ্রহণমূলক পরিকল্পনা) কথা বলতেন। পার্টিসিপেটরি প্ল্যানিংয়ের বিষয়টি তিনি তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করেছেন। তিনি বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ষাটের দশক থেকে তিনি ছায়ানটের সঙ্গে জড়িত ছিলেন। রবীন্দ্রসঙ্গীতের ওপর তার একাধিক গ্রন্থ রয়েছে। যদি কাউকে রেনেসাঁ ম্যান বলতে হয়, তাহলে তিনি আনিসুর রহমান।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman