
| বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট | 236 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে আজ ৫ জুন বুধবার মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও বীমা কর্মীদের নিয়ে এক মতবিনিময় ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রশাসক অতিরিক্ত সচিব (অব.) ড. শেখ মহ. রেজাউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওছার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ বিএম মহিউদ্দিন বাবলু, সভাপতিত্ব করেন চিফ অপারেটিভ অফিসার (সিওও) জাহাঙ্গীর আলম মোল্লা। সভা পরিচালনা ও উপস্থাপনা করেন কোম্পানির সিনিয়র ডিএমডি ও পিডি খালিদ বিন সাঈদ।
সভায় প্রধান কার্যালয়ের এবং সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক কর্মকর্তা ও বীমা কর্মী যোগ দেন। সভায় প্রধান অতিথি কোম্পানির প্রশাসক অতিরিক্ত সচিব (অব.) ড. শেখ মহ. রেজাউল ইসলাম অতিতের সকল ভেদাভেদ ভুলে যেয়ে কোম্পানিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এক সঙ্গে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
Arthobiz | zaman zaman