
| বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ২৭ জুন ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির মোট ১০৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি ৫টি হলো, সিটি জেনারেল ইন্সুরেন্স, ইসলামী ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৭৯ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। এদিন কোম্পানিটির ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ইসলামী ব্যাংকের ১১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ৬৭ লাখ ১৩ হাজার টাকা এবং ফাইন ফুডস লিমিটেডের ৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Arthobiz | zaman zaman