
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 34 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোক জানিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা গণমাধ্যমে পাঠানো পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ছেলে মাহী বি. চৌধুরীও তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরুদ্দোজা চৌধুরীকে ২ অক্টোবর সকালে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন তার মেয়ে ডা. শায়লা চৌধুরী জানান, তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজেস ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪
Arthobiz | zaman zaman