
| শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 30 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ একটানা দুই বছর শূন্য থাকায় বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। এই টাকা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে পে-অর্ডর অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কর্তৃপক্ষের অনুকুলে জমা দেয়ার নিদের্শ দেয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে পরবর্তী ৬০ দিনের মাধ্যমে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে আরও ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
কোম্পানিটি মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রেখে বীমা আইন-২০১০ এর ৮০ ধারা লংঘন করায় অতিসম্প্রতি অনুষ্ঠিত আইডিআরএ’র ১৭৮ তম সভায় বীমা আইন ২০১০ এর ১৩০ ধারায় দেয়া ক্ষমতা বলে কোম্পানিটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
আইডিআরএ’র নন-লাইফ অনুশাখার উপ-পরিচালক মো. সোলায়মান হোসেন স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে এ পযর্ন্ত কোম্পানিটির মুখ্য নির্বাহী পদ শূন্য রয়েছে। অথচ কোন বীমা কোম্পানির সিইও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এ পদ তিন মাস করে ৬ মাসের অধিক সময় শূন্য রাখার কোন সুযোগ নেই। কিন্তু কোম্পানিট বীমা আইনের তোয়াক্কা না করে দীর্ঘ সময় কোম্পানির শীর্ষ পদ শূন্য রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। যা প্রচলিত বীমা আইনে শাস্তিয্গ্যো অপরাধ।
পত্রে জরিমানার টাকা পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুকুলে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman