
| সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য নন-লাইফ ১৩টি বীমা কোম্পানিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা এবং ৬টি কোম্পানিকে সতর্ক করে দিয়েছে । ২০২৩ সালের অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের জন্য গত ২৭ জানুয়ারি আইডিআরএ কোম্পানিগুলোর বিরুদ্ধে এই জরিমানা আরোপ ও সতর্ক করে । আইডিআরএ’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের বিনিয়োগ ও ব্যবস্থাপনা ব্যয় পরিবীক্ষণ শাখার কর্মকর্তা কাজী সাদিয়া আরবী। এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন। ২০২৩ সালে ১৯টি বীমা কোম্পানি ‘নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৮’ এর বিধান লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে। এর মধ্যে ৮টি কোম্পানির অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের বেশি, যাদেরকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর ৪টি কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের কম, তবে ৫ শতাংশের বেশি, এগুলোকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ৬টি নন-লাইফ বীমা কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ছিল ৫ শতাংশের কম। এই কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে আর কোন অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় না করে।
জরিমানা আরোপিত কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা,
পিপলস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সকে ৫ লাখ টাকা, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশকে ৫ লাখ টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সতর্ক করা ৬ নন-লাইফ বীমা কোম্পানি হলো- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ৭:০৯ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman