
| বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
ইসলামী বীমা কোম্পানিসমূহের জন্য সরকারি সিকিউরিটিজ বন্ডে বিনিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (ইড্রা) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (ইড্রা) আইন অনুষদের পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, ইসলামী বীমা কোম্পানিসমূহকে ইসলামী জীবন বীমার ক্ষেত্রে ৩০ শতাংশ এবং সাধারণ বীমার ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ সরকারি সিকিউরিটিজ বন্ড বা সুকুক এ বিনিয়োগ করতে হবে।
পত্রে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করার জন্য লাইফ ও নন-লাইফ ইসলামী জীবন বীমা কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়। ইসলামী জীবন বীমা ও নন-লাইফ ইসলামী বীমা কোম্পানিসমূহের সিইওদেরকে পত্রের অনুলিপি দেয়া হয়েছে।
বীমা কোম্পানিসমূহ হচ্ছে, আলফা ইসলামী লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ, বেঙ্গল ইসলামী লইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রাইম ইসলামী লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ, জেনিথ ইসলামী লাইফ, এনআরবি ইসলামী লাইফ, আকিজ তাকাফুল ইসলামী লাইফ, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স মাংলাদেশ, নর্দন ইসলামী ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
Posted ৭:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman