
| রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 26 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সদ্য প্রয়াত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান মরহুম এম. এ. রব খানের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালি অংশগ্রহণ করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, প্রকল্প প্রধানগনসহ উন্নয়ন কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের শুরুতে স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প প্রধান মোঃ মিরাজ ভূইয়া ও মোঃ ওমর ফারুক মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। এছাড়াও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন মরহুমের স্মৃতিচারণ করেন। তারা মরহুমের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালি বলেন, এম. এ. রব খানের মৃত্যুতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স দক্ষ একজন সংগঠক ও বীমা কর্মীকে হারিয়েছে। তার এই অকাল মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের পরিবারের যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Posted ৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman