
| বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা খাতের নন-লাইফ কোম্পানি গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফাসহ সকল সূচক কমেছে। ২০২৪ সালে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৩৯ টাকা। ২০২৩ সালে ছিল ৬ দশমিক ১১ টাকা। একইভাবে গত বছর কোম্পানিটির নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার বা শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমে হয়েছে ৭০ দশমিক ৪০ টাকা। আগের বছর ছিল ৭৩ দশমিক ১৮ টাকা। এ ছাড়া কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) বা শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ কমে ২০২৪ সালে হয় ১ দশমিক ১৯ টাকা। ২০২৩ সালে ছিল ৫ দশমিক ৯৮ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এসব তথ্য জানা গেছে।
তবে ২০২৪ সালের ডিসেম্বর ৩১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের তুলনায় প্রিমিয়াম আয় কমে যাওয়ায় ইপিএস এনওসিএফপিএস কমেছে। এ ছাড়া শেয়ারবাজারে বিনিয়োগের মূল্য কমে যাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে।
গত বছরে গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৭২ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা। এ ছাড়া কোম্পানিটি ২০২৩ ও ২০২২ সালে ২৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৩০ শতাংশ ও ২০২০ সালে ২৪ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া ২০২০ সালে কোম্পানিটি ৭ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
গ্রিন ডেলটার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মার্চ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ মার্চ।
এ বিষয়ে কথা বলতে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরীর হোয়টস্অ্যাপ নম্বরে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নাই। এ কারনে তার বক্তব্য জানা যায়নি।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman