বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ছয় হাজার ৩৯৪ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৩৯১ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৭১ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৬ কোটি ৭২ লাখ টাকা কমেছে। এদিন ৫১ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৮১৭টি শেয়ার ৩ লাখ ৪৭ হাজার ৩৩৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৬৫ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৪৯ কোটি ৫১ লাখ, উত্তরা ব্যাংক লিমিটেডের ৪৪ কোটি ২ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩৯ কোটি ৬৯ লাখ, ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের ৩৬ কোটি ৯৯ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৩৬ কোটি ৮৯ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৩২ কোটি ২৭ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৩২ কোটি ২৩ লাখ এবং এবি ব্যাংক লিমিটেডের ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। এর পরের অবস্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৪ শতাংশ, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৮ দশমিক ৫৬ শতাংশ, মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ৮ দশমিক ২১ শতাংশ, ই জেনারেশন লিমিটেডের ৭ দশমিক ৫০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ২০ শতাংশ, উত্তরা ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৩২ শতাংশ এবং আমান ফিড মিল লিমিটেডের ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৫ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ১১ হাজার ৭৭ দশমিক ২৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ১৮ হাজার ৫০০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির এবং কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। সিএসইতে গতকাল মোট ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৪০ কোটি ২৮ লাখ টাকার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১৫ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন কমেছে।