
| বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 60 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক : ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স ৪৫ থেকে সর্বোচ্চ ৭৫ বছর হওয়া বাধ্যতামূলক করেছে বাংলাদেশ। পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে স্বতন্ত্র পরিচালকের পরিবারের কোনো ব্যক্তি ওই ব্যাংকের শেয়ার ধারণ করতে পারবেন না।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।
নীতিমাল অনুযায়ী, একটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ১০ বছরের ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন বা হিসাব বিজ্ঞানে স্মাতকোত্তর বা পোস্ট-মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
একজন স্বতন্ত্র পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকে কোনো লাভজনক পদে থাকতে পারেন না।
নীতিমালা বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালকের সর্বোচ্চ মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষে ব্যাংক আবার কোম্পানি আইন অনুযায়ী তাকে পরবর্তী মেয়াদে নিয়োগের জন্য নির্বাচিত হতে পারবেন।
প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারবে। সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালককে অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করতে পারবে। কিন্তু ব্যাংক কোনো অবস্থাতেই স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে না।
স্বতন্ত্র পরিচালক নিজেও ৭ দিনের নোটিশ দিয়ে পদত্যাগ করতে পারবেন। স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক যেকোনো স্বতন্ত্র পরিচালককে অপসারণ করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman