শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাইট শেয়ার ইস্যুর অনুমোদন পেল আমরা নেটওয়ার্কস

  |   শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   29 বার পঠিত

রাইট শেয়ার ইস্যুর অনুমোদন পেল আমরা নেটওয়ার্কস

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির ৯০০তম কমিশন সভায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করবে। বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করবে। কোম্পানিটি এ রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ১২০ কোটি ২ লাখ টাকা। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানিটির মোট ৬ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৬০৮টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক শূন্য চার শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ২১ দশমিক ৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক, ৪৫ দশমিক ৫২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৯৬ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। যার সমাপনী দরও ছিল ৫২ টাকা ১০ পয়সা। গতকাল কোম্পানিটির ১৯ লাখ ৫৭ হাজার ৬৮৮টি শেয়ার ২ হাজার ৭৩৩ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ১০ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। দিনভর শেয়ারটির দর ৫১ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। আর গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৪৭ টাকা থেকে ৮৭ টাকার মধ্যে ওঠানামা করে।

এদিকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল এক টাকা ২৫ পয়সা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ১১ পয়সা কমেছে। অন্যদিকে প্রথমার্ধে (জুলাই, ২০২৩-ডিসেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ২৪ পয়সা। এছাড়া ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৯ পয়সা, যা ২০২৩ সালের ৩০ জুনে ছিল ৩৮ টাকা ১১ পয়সা। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191