
| শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 30 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে বেস্ট হোল্ডিংস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৮০ শেয়ার ২৯৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৮ দশমিক ২১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৪০ লাখ ২৯ হাজার ৮৪৩ শেয়ার ২৭৬ কোটি ৭১ লাখ টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৯৫ শতাংশ বা ৩৪ টাকা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৬৬৭ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ৬৪৯ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৭১৫ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এদিন ১২ লাখ ৩৮ হাজার ৮৮৫টি শেয়ার ৮ হাজার ২৪৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৩ কোটি ৬৭ লাখ টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৫১ টাকা ৬০ পয়সা থেকে ৭২০ টাকার মধ্যে ওঠানামা করে।
ওরিয়ন ইনফিউশন ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২০ কোটি ৩৬ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৮ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানির মোট ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪০ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১১ দশমিক ০১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৯ শতাংশ এবং বাকি ৪৮ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের মোট ২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৬২২ শেয়ার ২২৬ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। ফরচুন শুজ লিমিটেডের মোট ৩ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৬২৫ শেয়ার ১৯৬ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসির মোট ১৩ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৬৮৫ শেয়ার ১৮৪ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪ দশমিক ২৯ শতাংশ কমেছে। ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ৬ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ৫৪২ শেয়ার ১৬৮ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১১ দশমিক ১১ শতাংশ বেড়েছে। মালেক স্পিনিং মিলস লিমিটেডের মোট ৩ কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৭০২ শেয়ার ১৪৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট ৫ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৬৭৮ শেয়ার ১৪২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৯ দশমিক ১২ শতাংশ কমেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মোট ১ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৭১২ শেয়ার ১৪২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। আইটি কনসালট্যান্টস লিমিটেডের মোট ২ কোটি ৩২ লাখ ২২ হাজার ৬৩৪ শেয়ার ১৩৩ কোটি ১ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman