
| শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯ দশমিক ৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা।
কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সম্প্রতি এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
এদিকে সর্ব শেষ কার্য দিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮০ শতাংশ বা ৪ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ৪৮ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এদিন ৫২ লাখ ৮৪ হাজার ১৪৮টি শেয়ার ৭৪ হাজার ৭৬ বার হাতবদল হয়, যার বাজারদর ২৬ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।
উল্লেখ্য, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার গত ২৪ জানুয়ারি থেকে লেনদেন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটেগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে। এর ট্রেডিং কোড ‘এসআইসিএল’। কোম্পানি কোড ‘২৫৭৫৮’। এর আগে বিএসইসির ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্স্যুরেন্সটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ইন্স্যুরেন্সটির ইপিএস হবে ৭০ পয়সা।
এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ২১ টাকা ৯৪ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ২৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০৯ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। মুন্নু ফেব্রিকস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৭১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
এসবিএসি ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ১৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ১৭ লাখ টাকা। সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৬৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ১০ লাখ টাকা। আফতাব অটোমোবাইলস লিমিটেডের বেড়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৯ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৭ লাখ টাকা। আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ০৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা।
Posted ৫:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman