
| রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 46 বার পঠিত
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিবিবি পাওয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
আর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিংস, ইনটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, ইয়াকিন পলিমার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman