শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির টাকায় বিদেশ ভ্রমণে লাগবে আইডিআরএ’র পূর্বানুমতি

  |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   96 বার পঠিত

বীমা কোম্পানির টাকায় বিদেশ ভ্রমণে  লাগবে আইডিআরএ’র পূর্বানুমতি

অর্থবিজ প্রতিবেদক : বীমা কোম্পানির চেয়ারম্যান পরিচালক ও সিইওসহ যে কোন কর্মকর্তার বিদেশ ভ্রমনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পূর্বানুমতি নিতে হবে।কর্মকর্তারা। পূর্বানুমতি ছাড়া কোম্পানির টাকায় কেউ বিদেশ ভ্রমণ করতে পারবে না। এ জন্য আবেদনকারিকে ছয় ধরনের তথ্য দিতে হবে। বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যয় কমানোর জন্য কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে। সামবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
পূর্ব অনুমোদন নিতে যেসব তথ্য দিতে হবে এর মধ্যে রয়েছে ,নাম ও পদবী, ভ্রমণকারি দেশের নাম ও ভ্রমণের উদ্দ্যেশ্য, ভ্রমণের সময়কাল, বিদেশে ভ্রমণের মাধ্যমে বীমাকারী কিভাবে উপকৃত হবে তার সংক্ষিপ্ত বর্ণনা, সম্ভাব্য ব্যয় এবং বিগত পাঁচ বছরে বিদেশ ভ্রমণ সংক্রান্ত সংক্ষিপ্ত বর্ণনা।
সার্কুলারে বলা হয়েছে- লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারনী বিধিমালা ২০২০ ও নন-লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা ২০১৮ অনুযায়ী ব্যবস্থাপনা ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু কোনো কোনো বীমা কোম্পানির ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া বীমাকারীর পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের দেশে ও বিদেশে কনফারেন্স/সেমিনার/সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এ ধরনের ব্যয়ের কারণে কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি পায় এবং বীমা কোম্পানিরগুলোর আর্থিক সক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলে। যা বীমা গ্রাহকের স্বার্থের সাথে সংগতিপূর্ণ নয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191