
| মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে
কোম্পানির প্রধান কার্যালয়ে সামবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৭৮তম সভায় তাকে এ শুভেচ্ছা জানানো হয়। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালক মতিউর রহমান, পরিচালক এয়ার কমোডর আবু বকর এফসিএ, পরিচালক দাস দেব প্রসাদ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান। এছাড়াও বোর্ড সভায় ভার্চুয়ালি সংযুক্ত অন্যান্য পরিচালকবৃন্দ তাকে অভিনন্দন জানান।
এ সময় সকলের সার্বিক সহযোগিতায় কোম্পানির অগ্রগতি ও উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান মোরশেদ আলম। তিনি মেধা ও শ্রম দিয়ে কোম্পানিকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman