
| বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৪ সম্প্রতি নারায়নগঞ্জের রূপগঞ্জে আনন্দ পল্লী রির্সোটে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ক্লেইম কমিটির চেয়ারম্যান শওকত রেজা, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, ঝুকিঁ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদ স বীমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের গুরুত্বারোপ করেন।
কাম্পানির সিনিয়র কনসালট্যান্ট এ.বি.এম নুরুল হক সম্মেলনে ২০২৩ সালে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং বিশ^ অর্থনীতিতে অস্থির পরিস্থিতিতেও ব্যবসায়িক পারফরমেন্স এ সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি চলতি বছরের জন্য ধার্য্যকৃত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাম্প্রতিক জারিকৃত বিভিন্ন সার্কুলার মেনে চলে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের সার্বিক প্রচেষ্টা চালাতে শাখা ব্যবস্থাপকগনকে পরামর্শ প্রদান করেন এবং ২০২৩ সালে লক্ষ্যমাত্রা অনুযায়ী সর্বোচ্চ ব্যবসা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের প্রশংসা করেন।
ব্যবসা সম্মেলনে কোম্পানির সকল শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman