
| শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 54 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক:
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) জাতীয় বীমা দিবস- ২০২৪ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলন আহবান করেছে ।
সংবাদ সম্মেলনে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে গণমাধ্যমগুলোতে চিঠি পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে ১ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ৫ম বারের মতো জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে। বীমা দিবসের এ বছরর প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
Posted ১১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman