শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় বীমা দিবসে চারটি বীমা কোম্পানিকে পুরস্কার দেয়া হবে

  |   বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত

জাতীয় বীমা দিবসে চারটি বীমা কোম্পানিকে পুরস্কার দেয়া হবে

 

অর্থবিজ প্রতিবেদক :
জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে এ বছর সর্বাধিক বীমা দাবি পরিশোধকারি চারটি বীমা কোম্পানিকে পুরস্কৃত করা হচ্ছে। এই চারটি বীমা কোম্পানির মধ্যে দুটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং দুটি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রধানমন্ত্রী জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই চারটি বীমা কোম্পানির কর্ণধরদের হাতে পুরস্কার তুলে দিবেন। জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার আইডিআরএ’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী এ তথ্য জানান। তবে তিনি কোম্পানি চারটির নাম প্রকাশ করেন নি।
আইডআরএ’র চেয়ারম্যান জানান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে ১ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ৫ম জাতীয় বীমা দিবস উদযাপন করা হবে। বীমা দিবসের এ বছরর প্রতিপাদ্য হচ্ছে, ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ জয়নুল বারী প্রথমে লিখিত বক্তব্যে বীমা খাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং পওে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, বর্তমানে দেশের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ বীমার আওতায় রয়েছে। তিনি বলেন, বীমা খাতের ভাবমূর্তি উজ্জ্বল করতে বীমা দাবি পরিশোধের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে বীমা কোম্পানিগুলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হচ্ছে। এর ফলে দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতে নিষ্পত্তিকৃত বীমা দাবির পরিমাণ আগের বছরের তুলনায় ২০২৩ সালে ৪ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশের বীমা খাতে মোট ৮২টি অনুমোদিত প্রতিষ্ঠান বীমা সেবা দিচ্ছে।
জয়নুল বারী জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের স্মারক হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আইডিআরএ’র অর্থায়নে ৫০ হাজার শিক্ষার্থীকে এই বীমার আওতায় আনা হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো এখন বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করেছে।
তিনি আরও বলেন, বেসরকারি কোম্পানিগুলো এরইমধ্যে ৭৮ হাজারের বেশি শিক্ষার্থীকে বীমার আওতায় এনেছে। আস্থা লাইফের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করা হয়েছে। সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় ২ লাখ শিক্ষার্থী রয়েছে, যাদেরকে তারা বঙ্গবন্ধু শিক্ষা বীমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও কর্তৃপক্ষের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191