
| বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 140 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগে নতুন নীতিমালা ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এতে কোন ব্যাংকের এমডি পদে নিয়োগ পেতে প্রার্থীর বয়স কমপক্ষে ৪৫ বছর ও সর্বোচ্চ ৬৫ বছরের উর্ধেŸ নয় এবং পেশায় ২০ বছরের অভিজ্ঞতা লাগবে।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির পরিচালক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি সকল তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে এই নতুন নিয়োগনীতিমালা ঘোষণা করা হলো।
এতে বলা হয়, কোন ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে বা পুনঃনিয়োগের জন্য ব্যক্তির যোগ্যতা ও উপযুক্ততা বাছাই করতে হবে। এক্ষেত্রে তিনি জাল-জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোন অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারবেন না। নিবন্ধন অথবা লাইসেন্স বাতিল করা হয়েছে এমন কোম্পানির মালিকানা এবং কর্মকর্তা হিসেবে যুক্ত থাকতে পারবেন না। একইসাথে কোন ব্যাংক-কোম্পানি বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, চেয়ারম্যান বা পরিচালক থেকে অপসারিত হলে তিনি এমডি ও সিইও হতে পারবেন না। পাশাপাশি তিনি ঋণ খেলাপি, কর খেলাপি বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হতে পারবেন না।
এতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি নির্ধারণ করে দেয়া হয়েছে। আলোচ্য পদে নিয়োগ পেতে হলে তাঁকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নুন্যনতম স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। তবে অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক বা পেশাগত শিক্ষাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়কে আলাদা গুরুত্ব দেওয়া হবে।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
Arthobiz | zaman zaman