
| মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
জাতীয় বীমা দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র উদ্যোগে এবং আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় জাতীয় বীমা দিবস গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আর্মি গলফ ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮শ’ গলফার অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তি
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনা প্রধান ও আর্মি গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহেমদ (পাভেল), ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, মোজাফ্ফর হোসেন পল্টুসহ সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বীমা কোম্পানির চেয়ারম্যানগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আর্মি গলফ ক্লাবের গলফারবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বীমা দিবস গলফ টুর্নামেন্ট ২০২৪ এ গোল্ড ক্যাটাগরীতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ব্রোঞ্চ ক্যাটাগরীতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।
Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman