
| বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ | প্রিন্ট | 31 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী গ্রাহক সেবা নিশ্চিত করার আহবান জানিয়ে বলেছেন শুধু বীমার গ্রাহক বাড়ানো নয়, গ্রাহককে সঠিক সেবাও দিতে হবে। তিনি কক্সবাজারে অনুষ্ঠিত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের তিনদিন ব্যাপী বার্ষিক সম্মেলনের বুধবার অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বিজ্ঞপ্তি
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রায় ৫ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলন কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের যারা মালিক আছেন তারা সবাই দেশের বরেণ্য ব্যবসায়ী। তারা যে শুধু মুনাফার জন্য এই কোম্পানি করেছেন সেটা নয়, বরং আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে গ্রাহক সেবা দেয়। এ সময় তিনি পপুলার লাইফের কোন বীমা দাবি যেন বকেয়া না থাকে সে বিষয়ে কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি আহবান জানান।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman