
| শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
র্থবিজ প্রতিবেদক :
সিটি করপোরেশন ও পৌর সভার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত পরিচ্ছন্ন কর্মীদের জন্য বীমা সুবিধা প্রদানের বিষয়ে প্রাক্টিক্যাল এ্যাকশনের সহযোগিতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন। প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক এবং প্রাক্টিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ড. শওকত এ বেগম। এছাড়া কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, প্রাক্টিক্যাল এ্যাকশনের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবস্থাপনা পরিচালক, জীবন বীমা করপোরেশন, মেটলাইফ, ন্যাশনাল লাইফ, ডেল্টালাইফ, প্রগতিলাইফ, গার্ডিয়ান লাইফের এমডিগন এবং বিশ্ব ব্যাংক (বাংলাদেশ কার্যালয়), এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (বাংলাদেশ কার্যালয়), ওয়াটার এইড বাংলাদেশ, সিডব্লিউআইএসএফএসএম, গ্লোবাল ওয়াটার এ্যান্ড স্যানিটেশন সেন্টার, এনিজিও ফোরাম ফর পাবলিক হেলথ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি, ম্যাপ, ইউসিএলজি, সাজিদা ফাউন্ডেশন, ইউএনডিপি বাংলাদেশ এবং ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইডিআরএ’র নির্বাহী পরিচালক ড. মো. আশরাফুজ্জামান (যুগ্মসচিব) স্বাগত বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উত্তমকুমার সাহা এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার উপস্থাপন করেন। এতে বলা হয়, পরিচ্ছন্নতা কর্মীদের বীমার আওভায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য মূলত এ সব অবহেলিত মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা প্রদান, কাজের অনুকূল পরিবেশের ব্যবস্থা করা। এসডিজি গোল ৬, ৮, ১৯ পূরণের ক্ষেত্রে এ উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করতে পাওে বলে উল্লেখ করা হয়।
তিনি বিভিন্ন সংস্থা, বীমা কোম্পানি এবং আইডিআরএ’র সমন্বয়ে বিভিন্ন ধরণের পরিচ্ছন্নতা কর্মীর জন্য কিভাবে আর্থিক নিরাপত্তা বিধান করা যায়, সে বিষয়ে অবহিত করেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পৌরসভা ও সিটি কর্পোরেশনের দায়িত্বের কথা উল্লেখ করেন। এ সময় স্বাস্থ্য নিরাপত্তা ও সোস্যাল সিকিউরিটি স্কিম পরিচালনার মাধ্যমে এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইডিআরএ’র চেয়রম্যান মোহাম্মদ জয়নুল বারী সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য যুগোপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি এ মহৎ উদ্যোগে নিয়ন্ত্রণসংস্থার সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, ঝুঁকি নিরসনে দেশের অধিকাংশ মানুষকে বীমার আওতায় আনাই বীমাউন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের বীমার আওতায় আনয়নের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বীমা কোম্পানিসমূহ ও অন্যান্য সিভিল সোসাইটি সংস্থার সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইডিআরএ’র সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন এমন একটি উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কওে বলেন, ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপত্তার দায়ভার মালিক পক্ষের উপর বর্তায়। তিনি এ সব পরিচ্ছন্ন কর্মীদের বীমার আওতায় আনার পরামর্শ দেন।
Posted ৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman