
| শনিবার, ৩০ মার্চ ২০২৪ | প্রিন্ট | 275 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঘোষিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন-২০২৩ কর্মসূচী বাতিল করার নির্দেশনা দিয়েছে।
আইডআরএ’র পরিচালক (আইন) মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরীত স্মারক নং ৫৩.০৩.০০০০.০৭১.২৭.০০১.২২১৩৭, ২৮ মার্চ, ২০২৪ তাং পত্রে বলা হয়েছে, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সুত্রোক্ত মাধ্যমে কোম্পানির সকল কর্মকর্তাদের (এফএটুডিএমডি) কোম্পানির নবায়ন প্রিমিয়াম বৃদ্ধি ও নিদিষ্ট ১ম বর্ষ প্রিমিয়াম অর্জণ সাপেক্ষে ঢাকা টু কুয়াকাটা ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন-২০২৩ করার সিদ্ধান্ত বাতিল করার নিদের্শনা দেয়া হলো।
পত্রে উল্লেখ করা হয়,বর্তমানে কোম্পানির লাইফ ফান্ড না থাকায় লাইফ বীমা কারির সম্পদ বিনিয়োগ প্রবিধানমালা-২০১৯ অনুযায়ি সমপরিমান সম্পদ নির্ধাারিত খাতে না থাকাসহ আর্থিক অবস্থাপনা বিদ্যমান থাকায় কোম্পানির এ ধরনের উৎসবের আয়োজনে অর্থ ব্যয় বীমা গ্রাহকদের স্বার্থের জন্য ক্ষতিকর মর্মে প্রতীয়মান হয়,যা বীমা আইন-২০১০ পরিপন্থী। এমতাবস্থায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঘোষিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন-২০২৩ উদযাপনের সিদ্ধান্তটি বাতিল করার নির্দেশনা দেয়া হলো।
এর আগে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি পরিচয় দিয়ে স্বাক্ষরিত এক পত্রে মোহাম্মদ জামাল উদ্দিন স্বাক্ষরিত সূত্র:স্বলাইকো/এইচ,আর/১১/০৩/২০২৪, ১২.০৩.২০২৪ ইং তারিখে ঈদ পুনর্মিলন ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের এক সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানির নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির স্বার্থে লক্ষ্যমাত্রা অর্জণ সাপেক্ষে ঢাকা টু কুয়াকাটা ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ থেকে আগামী ২৪ মার্চ পযর্ন্ত সময়ের মধ্যে ব্যাংক জমার রশীদ বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ৬ মার্চ স্বদেশ ইসলামী লাইফের ব্যানারে কক্সবাজারে একটি ব্যবসা সম্মেলন করা হয়। এই সম্মেলনে বিপুল পরিমান অর্থ খরচ হয়। কোম্পানির লাইফ ফান্ড বলতে এখন কিছুই নেই। গ্রাহকদের দাবী পরিশোধ করার সক্ষমতা নেই। এমতাবস্থায় আবার এ ধরনের সম্মেলন করা হলে গ্রাহক ক্ষতিগ্রস্থ হবে। এ কারনে ঈদ পুনর্মিলন ও ব্যবসা সম্মেলনের নামে কোম্পানির অর্থ খরচ নিয়ন্ত্রক সংস্থার নজরে আসায় তাৎক্ষনিক এ ধরনের ব্যবস্থা নেয়া হয়।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪
Arthobiz | zaman zaman