
| মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 32 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। তিনি এনআরবি ব্যাংকের এমডি পদে যোগ দিবেন। এরই মধ্যে তাকে এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তিনি এনআরবি ব্যাংকের এমডি হিসেবে যোগ দেবেন।
এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ শাহ গত ফেব্রুয়ারি মাসে এমডি পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে ব্যাংকটির এমডি পদ শূন্য রয়েছে।
ব্যাংকের এমডিদের নিয়োগ ও দায়দায়িত্ব সম্পর্কিত নীতিমালায় এমডিদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাঁদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংকের এমডি চাইলেই হঠাৎ করে পদত্যাগ করতে পারবেন না। আবার ব্যাংক কর্তৃপক্ষও যখন-তখন কোনো এমডিকে সরিয়ে দিতে পারবে না। মেয়াদ শেষের আগে কোনো এমডিকে ব্যাংক ছাড়তে হলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কমিটির কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই কমিটি যে সিদ্ধান্ত দেবে, তা-ই চূড়ান্ত বলে গণ্য হবে।
Posted ৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman