
| মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 104 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির বোর্ডের সদস্যবৃন্দ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ড. রেজওয়ানুল হক খান, ইশতার মহল, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং মো. রেজাউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন৷
অভিনন্দন বার্তায় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনার যোগ্য নেতৃত্তে পুঁজিবাজার একটি নতুন উচ্চতায় উন্নীত হবে। জনাব ইব্রাহিম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠাসহ এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই’র একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
Arthobiz | zaman zaman