
| শনিবার, ০৪ মে ২০২৪ | প্রিন্ট | 44 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল রোববার খুলছে। তীব্র তাপপ্রবাহের দেশের শিক্ষা প্রতিষ্ঠান কয়েক দফায় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৫ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান কন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে।
নির্দেশনাগুলো হলো- এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।
উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে প্রেরিত রুটন বিবেচনায় নিয়ে উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।
Posted ৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪
Arthobiz | zaman zaman