
| বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট | 356 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৯৩ জন বীমা গ্রাহকের অর্থ আত্মসাতের সাথে জড়িত কোম্পানির সাবেক সিইও কামরুল ইসলাম, এএমডি জসিম উদ্দিন ও এসএএমডি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে বীমা কোম্পানিটির কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র পরিচালক (আইন) মোঃ আব্দুল মজিদ উপ সচিব স্বক্ষরিত আজ যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে দেয়া এক পত্রে (স্মারক নম্বর-৫৩.গ৩.০০০০০৭১.২৭.০০১.২৩.৭২) এই নির্দেশনা জারি করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, অর্থ আত্মসাথের ঘটনায় করা তদন্তে কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান খন্দকার, এএমডি মোঃ জসিম উদ্দিন,ও এসএএমডি মোঃ রবিউল ইসলামের জড়িত থাকার অভিযোগের সত্যতা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তদন্তে উঠে আসা অর্থ আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, তার সর্বশেষ তথ্য আইডিআরএ অবহিত নয়।
পত্রে আরও উল্লেখ করা হয়, জানা গেছে, অভিযুক্তদের মধ্যে মোঃ জসিম উদ্দিন এনআরবি ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেছেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জনাব জসিম অব্যাহতি নিয়েছেন কিনা এবং নিয়ে থাকলে কোম্পানিটি তাকে ছাড়পত্র দিয়েছে কিনা, সে তথ্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষে দাখিল করা প্রয়োজন।
পত্রে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত দুটি বিষয়ে তথ্য প্রমান পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Posted ৮:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman