
| বুধবার, ২৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 39 বার পঠিত
া অর্থবিজ প্রতিবেদক :
রাজধানীতে আজ বুধবার কার্ফু শিথিল করায় এবং অফিস আদালত ও বিপনি বিতান খোলায় জনজীবনে স্বস্তি কিছুটা ফিরে এসেছে। গত কয়েকদিন সরকারি অধা সরকারি ও বেসরকারি সকল অফিস পোশাক করাখানা এবং বিপনী বিতানগুলো বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কার্ফু শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় পোশাক কারখানা আজ পুনরায় খুলেছে। গত কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতির কারনে এ সকল পোশাক কারখানা বন্ধ ছিল। শ্রমিকরা আজ বুধবার স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগ দিয়েছে।
আজ বুধবার রাজধানী এবং আশে পাশের এলাকায় চলমান কার্ফু সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত শিথিল ছিল। সকল সরকারি, বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক বীমা সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পযর্ন্ত খোলা ছিল। তবে কার্ফু শিথিল থাকলেও নগরীতে নিরাপত্তায় সেনা টহল অব্যাহত ছিল। বিকেল ৫ টা থেকে পুনরায় কার্ফু শুরু হয়েছে। ঘর থেকে বের হওয়া অফিসগামী লোকেরা কার্ফু শুরু হবার আগের ঘরে ফিরেছেন। চাকরিজীবী ছাড়াও ব্যাক্তিগত প্রয়োজনে অনেকে আজ সকাল দশটার পর বের হন। তারা নিজ নিজ প্রয়োজনীয় কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে আবার ঘরে ফিরেছেন। টানা কয়েকদিন ঘরে আটকা থাকার পর আজ বের হয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। আগামীকাল বৃহস্পতিবারও একই সময় কার্ফু শিথিল থাকবে এবং সকাল ১১টা থেকে দুপুর ৩ টা পযর্ন্ত অফিস চলবে। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে চলে ব্যাপক সহিংস ঘটনা। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। বিপুল সংখ্যক লোক হতাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন এবং জনগনের যানমালের নিরাপত্তায় সারাদেশে কার্ফু দেয়া হয়। সেনাবাহিনী মাঠে নামার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। পর্যায়ক্রমে কার্ফুও শিথিল করা হচ্ছে।
রাজধানীতে আজ ব্যাংক ও বীমা অফিস খোলা ছিল। ব্যাংকে ভীড় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। বীমা অফিসগুলোতে স্বাভাবিকের চেয়ে উপস্থিতি কিছুটা কম ছিল। সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযর্ন্ত এ সব অফিস চলে। একই সময়ে সকল অফিস খোলা এবং বন্ধ হওয়ায় রাজধানীতে এ সময়ে যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন ছিল খুব কম। নগরীতে স্বল্পসংখ্যক গণপরিবহন চলেছে। তবে রিকসা সিএনজি মটর সাইকেল এবং প্রাইভেট কার ছিল বেশ চোখে পড়ার মতো। গণপরিবহন কম থাকায় অফিস যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সুযোগ লুফে নিয়েছে রিকসা চালকেরা। এ ছাড়া সিএনজি চালক ও ভাড়ায় চালিত মটর সাইকেল চালকরাও বেশি ভাড়া হেকেছেন।
রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ বুধবার সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। রাজধানীর বিপনিবিতান ও শপিংমলও আজ খুলেছে। তবে বেচা বিক্রি তেমন হয়নি। কারখানাগুলোতে শ্রমিক ও কর্মকর্তাদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। শ্রমিকরা কাজে যোগ দিতে পারায় খুশি। তারা স্বাভাবিক অবস্থার নিশ্চয়তা চান।
Posted ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman