
| বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 78 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ কোম্পানির ৮ পরিচালক-কর্মকর্তার বিরুদ্ধে আজ ২৫ জুলাই আদালতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বীমা কোম্পানিটির ১৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, দন্ডবিধি ১৮৬০ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ধারা ৪(২) ও (৩) এর অধীনে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন কমিশনের সহকারি পরিচালক রাকিবুল হায়াত।
মামলার আসামীরা হলেন, কোম্পানির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, তার মেয়ে ফৌজিয়া কামরুন তানিয়া, তার ছেলে মোস্তফা কামরুস সোবহান, তার মেয়ে তাসনিয়া কামরুন অনিকা, তার স্ত্রী ফজলুতুন্নেসা, কোম্পানিটির পরিচালক শাফিয়া সোবহান চৌধুরী, পরিচালক নূর-ই-হাফজা এবং কোম্পানিটির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিএফও) মীর রাশেদ বিন আমান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বেআইনিভাবে আর্থিক সুবিধা লাভের অভিপ্রায়ে কোম্পানির গুরুত্বপূর্ণ পদগুলোর দায়িত্ব গ্রহণ করেন। তারা প্রতারণা ও জালিয়াতি, মিথ্যা চুক্তিপত্র তৈরি এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের সাথে জড়িত। এর মাধ্যমে তারা বিভিন্ন মেয়াদে বীমা কোম্পানিটির তহবিল থেকে অবৈধভাবে ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা হাতিয়ে নেয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুদক আলামত পর্যালোচনা করে এসব অপরাধের প্রাথমিক প্রমান পায় এবং আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
Posted ৮:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
Arthobiz | zaman zaman