বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বদেশ ইসলামী লাইফের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

  |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   303 বার পঠিত

স্বদেশ ইসলামী লাইফের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে হামলা, অবৈধভাবে দখল নেয়ার অপচেষ্টা এবং কর্মকর্তা কর্মচারি ও ভবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডির বাদি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (সংস্থাপন) মোঃ আসাদুজ্জামান রিপন। জিডি নং-১৪৫৬, তারিখ-২৭-০৮-২০২৪। জিডিতে কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন শাহিন এবং অপর ৯ জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত ৪০-/৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
জিডিতে নাম উল্লেখ করা অপর অভিযুক্তরা হলেন, কোম্পানির চাকরিচ্যুত ডিএমডি (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ হেদায়েত হোসেন, সাবেক ভিপি মোহাম্মদ জামাল উদ্দিন, সাবেক ভিপি মোঃ সাজিদ হোসেন, ডিএমডি ( সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ সিরাজুল ইসলাম লিটন, ডিএমডি, সেলস্ এন্ড মার্কেটিং, (শোকজকৃত) মোঃ ইদ্রিস আলী, ডিএমডি সেলস্ এন্ড মার্কেটিং, (শোকজকৃত) মোঃ সাইফুল ইসলাম, ডিএমডি সেলস্ এন্ড মার্কেটিং, মোঃ সোহাইল, জিএম সেলস্ এন্ড মার্কেটিং, মোঃ মানিক মিয়া প্রমুখ।
জিডিতে অভিযোগে বলা হয়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন শাহিনের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন সময়ে শৃংখলা বিরোধী কাজের অভিযোগে চাকরিচ্যুত কোম্পানির কতিপয় কর্মকর্তা একদল বহিরাগত লোক নিয়ে ৮ আগস্ট, ২০২৪ ইং তারিখে স্বদেশ লাইফে হামলা চালায়। তারা ভবনের ৮ম তলায় কোম্পানির প্রধান কার্যালয়ে প্রবেশ করে অফিসে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালমন্দ করে এবং তাদেরকে বের করে দিয়ে অফিসটি তাদের দখলে নেয়ার অপচেষ্টা চালায়। এক পর্যায়ে অফিসের কর্মকর্তাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। যাওয়ার সময়ে তারা আবারও আসবে বলে শাসিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার কিছুদিন আগেও তারা নিজেদেরকে একটি রাজনৈতিক দলের লোক পরিচয় দিয়ে আফিস হামলা চালানোর চেষ্টা করে। এ সব ঘটনায় থানায় পৃথক জিডি করা আছে। জানা গেছে তারা কোম্পানিটির উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এ সব ঘটনায়ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও উদ্যোগ নেয় হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191