
| মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যোগদান করেছেন। তিনি আজ দুপুরে অফিসে আসেন। সংস্থার সদস্য এবং কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সংস্থার সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে পরিচিত হন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ তিনি অফিসিয়াল কার্যক্রমের চেয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ আলেচনার করেন এবং বীমা সেক্টরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
সরকার তাকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার যুগ্মসচিব কামরুল হক মারুফ এতে স্বাক্ষর করেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর আইডিআরএ সাবেক চেয়ারম্যান জয়নুল বারী পদত্যাগ করেন। সাবেক সচিব জয়নুল বারী ২০২২ সালের ১৫ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।
Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman