বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সে সিইও (সিসি) নিয়োগ বিষয়ে চেয়ারম্যানের ব্যাখ্যা চেয়েছে ইড্রা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   174 বার পঠিত

স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সে সিইও (সিসি) নিয়োগ বিষয়ে চেয়ারম্যানের ব্যাখ্যা চেয়েছে ইড্রা

অর্থবিজ প্রতিবেদক :
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) দায়িত্ব প্রদানের বিষয়ে ৫ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে কোম্পানির চেয়ারম্যান মাকছুদুর রহমানকে নিদের্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (ইড্রা)।
ইড্রার পরিচালক সালেহীন তানভীর গাজী স্বাক্ষরীত এক পত্রে আজ বুধবার(১৬ অক্টোবর) এই নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, কোম্পানির প্রশাসক নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কোম্পানি হতে ইতোমধ্যে বহিষ্কৃত হেদায়েত হোসেন আকাশ নামে জনৈক ব্যক্তিকে সিইও (সিসি) দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড কাওসার একটি অভিযোগ করেছেন। আকাশকে একাধিক সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২৯ জুলাই কোম্পানির চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আকাশকে দেয়া নিয়োগ পত্রে অফিসিয়ালি স্মরক/সূত্র নেই মর্মে পত্রের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের নিকট এর সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার অনুরোধ জানানো হয়েছে পত্রে।
স্বদেশ লাইফের সাসপেন্ডেট (বিচারাধীন) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাকছুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে কোম্পানির বরখাস্তকৃত সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশকে গত ২ সেপ্টেম্বর কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার (চলতি) দেয়া হয়।
আকাশকে দেয়া চেয়ারম্যানের স্বাক্ষরিত (স্মারক নং বিহীন) এক পত্রে বলা হয়, কোম্পানির ৪৮তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে আপনার বর্তমান দায়িত্বের পাশাপাশি কোম্পানির ব্যবসা ও সংগঠন বৃদ্ধির স্বার্থে আপনাকে অফিসের সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি) দায়িত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত আপনি সাময়িক ভাবে মুখ্য নির্বাহী কর্মকর্তর (চলতি) দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, নানা অর্থিক অনিয়মের অভিযোগে সরকারি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (ইড্রা) এর আগে কোম্পানির প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত সচিব (অব.) ড. শেখ মহঃ রেজাউল ইসলামকে কোম্পানির প্রশাসক নিয়োগ করে। কোম্পানির প্রশাসক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম নানা অনিয়মের অভিযোগে কোম্পানির সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক (সেলস এন্ড মাকের্টিং) মো. হেদায়েত হোসেন আকাশকে গত ২৯ জুলাই বরখাস্ত করেন। বরখাস্তাদেশ পত্রে তার বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকা এবং শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সে সময়ে বরখাস্তকৃত এই কর্মকর্তার সাথে কোম্পানিটির সংশ্লিষ্ট কোন আর্থিক লেনদেন ও যোগাযোগ না করার জন্য সকল গ্রাহক, উন্নয়ন কর্মী ও কর্মকর্তার প্রতি অনুরোধ জানানো হয়। অথচ কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাকছুদুর রহমান কোম্পানির বরখাস্তকৃত কর্মকর্তা মো. হেদায়েত হোসেন আকাশকে মুখ্য নির্বাহী কর্মকর্তার (চলতি) দায়িত্ব প্রদান করে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191