শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ’র তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   51 বার পঠিত

বিআইএ’র তিন সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন পরিচালনায় তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান হলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিআইএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী কমিটির ২১৮তম সভায় এই বোর্ড গঠন করা হয়। বিআইএ’র এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
একই সভায় নির্বাচনী আপীল বোর্ডও গঠন করা হয়। আপীল বোর্ডের চেয়ারম্যান থহলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্যরা হলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইএ’র নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ এর মেয়াদ আগামী ৮ এপ্রিল ২০২৫ শেষ হবে। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৪নং ক্রমিকের বিধান অনুযায়ী বাংলাদেশ ইন্স্যুরেস এসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন, পরবর্তীতে নির্বাচিত সদস্যদের দ্বারা প্রেসিডেন্ট, প্রথম-ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191