
| শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 22 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শুক্রবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।’
এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে কলকাতার হিন্দু সংগঠন ‘বঙ্গীয় হিন্দু জাগরণ’ সহিংস বিক্ষোভের আয়োজন করে। এক পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হলেও ডেপুটি হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে এতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে যেকোনো ধরনের সহিংস কার্যকলাপের নিন্দা করা হয় এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশন ও কূটনীতিক ও অ-কূটনৈতিক সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
Posted ৭:০৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman