শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   34 বার পঠিত

বিআইএ’র  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ১৯ ডিসেম্বর এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ।
বার্ষিক সাধারণ সভায় বিআইএ’র প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও পরিচালক মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফের ভাইস-চেয়ারম্যান এম মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এস এম নুরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফের নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফের মামুন খান, সিটি ইন্স্যুরেন্সের শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ড. এ কে এম সরোয়ার জাহান জামিল বক্তব্য রাখেন।
বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বীমা কোম্পানিগুলোর সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191