
| সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 56 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের সাথে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) নেতৃবৃন্দ আজ সোমবার (২৩ ডিসেম্বর) কর্তৃপক্ষের সভা কক্ষে মতবিনিময় সভা করেছেন। সভায় সভাপতিত্ব করবেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman