
| রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক:
১ জানুয়ারি বুধবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৭৭তম সভা আহবান করা হয়েছে। এই দিন সকাল ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা ও উন্নয়ন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ দেয়া হয়েছে। এতে সংস্থার সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ১৭৬তম সভার বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন এবং ১৭৭তম সভার এজেন্ডাসমূহ প্রস্তুত করে সভা শাখায় প্রেরণ নিশ্চিত করতে হবে।
Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
Arthobiz | zaman zaman