বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খানের ইন্তেকাল

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

বেঙ্গল ইসলামী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খানের ইন্তেকাল

অর্থবিজ প্রতিবেদক :
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খান মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার (৩০ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বীমা কোম্পানিটির একটি নির্ভরযোগ্য সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, এম এ রব খান ছুটিতে পটুয়াখালী জেলায় তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আজ সোমবার ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা নিয়ে আসার পথে তিনি ইন্তেকাল করেন। লাশ মতিঝিলে তার নিজ কর্মস্থল বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সামনে কিছু সময় রাখা হয়। এখানে কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জাতীয় মসজিদ বাযতুল মোকাররমে তার প্রথম নামাজে জানাজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতেই লাশ পটুয়াখালী জেলায় গ্রামের বাড়িতে নেয়া হয় এবং আগামীকাল সেখানে আরেক দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এম এ রব খানের মৃত্যুতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীর শোক প্রকাশ করেছে । কোম্পানির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তান, অসখ্য বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন রেখে গেছেন। এম এ রব খান এর আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট (আরবিডিএম) পদে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ অপরাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191