বৃহস্পতিবার ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেপজা অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হলো প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি

  |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   30 বার পঠিত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হলো প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষে (বেপজা) বিনিয়োগের ধারাবাহিকতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৪০তম প্রতিষ্ঠান হিসেবে শিল্প স্থাপনে লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেড। এই মাইলফলক বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলের ক্রমবর্ধমান খ্যাতিকে আরো দৃঢ় করবে।
সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রাইম লিফ প্রসেসিং বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি তামাক প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করবে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ম্যাং লি: নিজ নিজ পক্ষে আজ ঢাকাস্থ বেপজা সদর দপ্তরে চুক্তিটি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার ঊর্ধতন কর্মকর্তাগণ এবং কোম্পানির প্রতিনিধিবর্গ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৩৬ হাজার টন তামাক পাতা প্রক্রিয়াজাত করবে যেখানে ১০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই নতুন উদ্যোগটি শিল্পের বৈচির্ত্যায়ন ও বিনিয়োগকারীদের আদর্শ ব্যবসায়িক পরিবেশ প্রদানের ক্ষেত্রে বেপজা’র অব্যাহত প্রচেষ্টার প্রমাণ বহন করে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের বিশ্বমানের সহায়তা দান, ব্যবসা পরিচালনায় অনুকূল পরিবেশ নিশ্চিতে বেপজার প্রতিশ্রুতির ওপর জোর দেন।
তিনি বলেন, ‘ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগকারীকে বেপজায় বিনিয়োগের সুযোগ করে দিতে পারায় বেপজা গর্বিত। বেপজা অর্থনৈতিক অঞ্চলের সাফল্যে প্রাইম লিফ প্রসেসিং এর অবদান দেখতে আমরা আগ্রহী। বাংলাদেশের পর্যাপ্ত সুযোগ অনুসন্ধানে আমরা বৈশ্বিক বিনিয়োগকারীগণকে আহবান জানাচ্ছি।’
প্রাইম লিফ প্রসেসিং’র চেয়ারম্যান ম্যাং লি বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাদের কারখানা স্থাপনের সুযোগ দানের জন্য বেপজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে আমাদের কারখানার উৎপাদন শুরু করতে আগ্রহী। এছাড়াও স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে তাদের বিনিয়োগের একটি ইতিবাচক প্রভাব থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং প্রাইম লিফ প্রসেসিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191