
| সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
অহিদুজ্জামান মিঞা :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি বিকেল ৫ টা পযর্ন্ত এই মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। ১৩ জানুয়ারি সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এ বছর মোট ভোটার হয়েছেন ৭৬ জন। এসোসিয়েশনের মোট সদস্য সংখ্য ৮০ জন। চাঁদা পরিশোধ সাপেক্ষে প্রতিটি বীমা কোম্পানি থেকে ১ জন করে ভোটার হয়েছেন। ৪ টি বীমা কোম্পানি থেকে কোন ভোটার হয়নি। ঘোষিত তফসিল অনুযায়ি ২২ জানুয়ারি বিকেল ৩ টায় মনোনয়ন পত্র বাছাই এবং এ দিনে বিকেল ৫ টায় বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। বৈধ মনোনয়ন পত্রের ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ২৩ জানুয়ারি দুপুর ১ টার মধ্যে আপীল বোর্ডে আপত্তি জানাতে হবে। ৩০ জানুয়ারি শুনানি করে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে বিকেল ৫ টার মধ্যে চূড়ান্ত বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টার মধ্যে সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহার করা এবং এ দিনে বিকেল ৪ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত একটানা ভোট গ্রহন করা হবে। ্এ দিনেই বিকেল ৪ টার পর ভোট গ্রহন ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টা পযন্ত প্রেসিডেন্ট, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় এসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৪ টায় প্রেসিডেন্ট, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে ৭ নভেম্বর বিআইএ’র কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নির্বাহী কমিটির ২০২৫-২০২৬ সালের নির্বাচনের তফসীল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ি ২২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মীর নাসির হোসেন। এর আগে ২৮ অক্টোবর সংগঠনটির ২১৮তম নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনা বোর্ড এবং নির্বাচনী আপীল বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান হলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের পরিচালক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেস কোম্পানির চেয়ারম্যান ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদ।
একই সভায় নির্বাচনী আপীল বোর্ডও গঠন করা হয়। আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান। সদস্যরা হলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম।
জানা গেছে, এ বছর একটি ভিন্ন পরিবেশে বিআইএ’র নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে প্রার্থী হতে কারো কোন বাধা থাকবে না। নির্বাচনে ভোটারদের মধ্যে যে কেউ প্রার্থী হতে পারবেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং বিআইএ’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ অর্থবিজকে বলেন, অতিতের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। একজন বিশেষ ব্যক্তিকে বার বার সভাপতি করতে যেয়ে সত্যিকার অর্থে প্রকৃত নির্বাচন করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে গনতন্ত্র চর্চা করার সুযোগ ছিল না। এ বছরের পরিবেশ পরিস্থিতি ভিন্ন। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। এ ব্যাপারে গোটা জাতি আশাবাদি। সে ক্ষেত্রে আমরাও বীমা সেক্টরে একটি নিরপেক্ষ অবাধ ও সুষ্ট নির্বাচন করে দেখাতে চাই, যে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। তিনি নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে নির্বাচনে অংশ নিতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বিআইএ’র বর্তমান নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ এর মেয়াদ আগামী ৮ এপ্রিল ২০২৫ শেষ হবে।
Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman