
| বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
অর্থবিজ ডেস্ক :
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) । কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিটিকে দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় উত্থাপিত অডিট আপত্তিসমূহের বিপরীতে কর্তৃপক্ষের শুনানির মাধ্যমে ১৪ লাখ টাকা জরিমানা করা হয় তাকাফুল ইন্স্যুরেন্সকে। কোম্পানিটি জরিমানা মওকুফের জন্য কর্তৃপক্ষের নিকট রিভিউ আবেদন করে। কর্তৃপক্ষ উক্ত রিভিউ আবেদন পর্যালোচনা করে পূর্বের আরোপিত জরিমানা ১৪ লাখ টাকা থেকে ৪ লাখ টাক হ্রাস করে ১০ লাখ টাকা ধার্য করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Posted ৮:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman