
| রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 36 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক:
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন হবে। দুপুর আড়াইটায় প্রেসিডেন্ট পদে এবং ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে বিকেল ৪ টায় নির্বাচন হবে। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইএ সূত্রে আরও জানা গেছে, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এক্ষেত্রে প্রেসিডেন্ট যদি লাইফ বীমা থেকে নির্বাচিত হন তাহলে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন করা হবে নন-লাইফ বীমা খাত থেকে এবং ভাইস-প্রেসিডেন্ট হবেন লাইফ বীমা থেকে।
প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ২২ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ফরম বিক্রির জন্য অফিস খোলা ছিল। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য এবং ফার্স্ট ভাইস- প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য বেলা ৪টা পর্যন্ত ফরম বিক্রি করা হবে।
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিআইএ’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির সদস্য নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বীমা খাতে ১০ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যদের ভোটে আজ প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Arthobiz | zaman zaman