শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী

  |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   5 বার পঠিত

এনআরবি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী

অর্থবিজ প্রতিবেদক :
এনআরবি ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল ইসলাম চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।
কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে চার দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন অত্যন্ত সম্মানিত এবং দক্ষ ব্যাংকার। তিনি ফেব্রুয়ারী ২০১৯ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি উল্লেখযোগ্য পরিচালন ও কৌশলগত মাইলফলক অতিক্রম করে ব্যাংকটিকে নেতৃত্ব দেন। এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার আগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম অঞ্চলের জোনাল প্রধান এবং ঢাকায় প্রধান শাখার প্রধান সহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
জনাব চৌধুরী ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের এসএভিপি এবং জুবিলি রোড শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে যোগদান করেন এবং অত্যন্ত দক্ষতার সাথে কর্পোরেট ব্যাংকিং, এসএমই ফাইন্যান্স, আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারি এবং লিকুইডিটি ব্যবস্থাপনা, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্নয়ন করেন। মার্কেন্টাইল ব্যাংকে টেমেনোস টি২৪ কোর ব্যাংকিং সিস্টেমের সফল বাস্তবায়ন এবং ব্যাংকের শক্তিশালী সম্পদের মান এবং শাসন মান বজায় রাখার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার কর্মজীবন জুড়ে, জনাব চৌধুরী দেশে এবং বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং নির্বাহী নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, হংকং এবং মালয়েশিয়ায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যেখানে ব্যাংকিং কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, এবং নেতৃত্ব উন্নয়নের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191