
| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 9 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা খাতে ১০ দিন ছুটি ঘোষণা করেছে। এ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশনা সংস্থাটির ওয়েবসাইটে জারি করা হয়েছে।
নির্দেশনা অনুসারে, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের বীমা খাতে ১০ দিন ছুটি থাকবে। একইসঙ্গে ঈদের আগের দুই শনিবার অর্থাৎ ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখতে হবে।
এতে বলা হয়েছে, বীমা খাতের জন্য আলাদাভাবে কোন নির্দেশনা জারি করা হয়নি। জনপ্রশাসন থেকে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে বীমা খাতের সকল অফিসে ছুটি এবং খোলা রাখার বিষয়টি কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৫ জুন থেকে ঈদ-উল-আজহার ছুটি শুরু হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে সর্বমোট ১০ দিন বন্ধ থাকবে অফিস এবং ১৫ জুন সকল সরকারি অফিস খুলবে । জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৭ মে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি সরকারি বেসরকারি সকল অফিসের জন্য প্রযোজ্য।
Posted ৬:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Arthobiz | zaman zaman