শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার

  |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   48 বার পঠিত

হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার

অর্থবিজ প্রতিবেদক :
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব মোহাম্মদ শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। ১৫ মে সন্ধ্যায় মতিঝিলস্থ কোম্পানির প্রধান কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১২ মে আদালত বীমা কোম্পানিটির একজন কর্মকর্তার দায়েরকৃত সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খিলগাঁও থানা পুলিশ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
শাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, সিলেটে হোমল্যান্ড লাইফের বোর্ড মিটিং ও উন্নয়ন সভা বাবদ ৪ লাখ ৭৩ হাজার টাকা গ্রাহণ করে তা ফেরত দেননি এবং বীমা গ্রাহকদের কাছ থেকে ফেরত আসা ৪/৫ হাজার চেক দাবি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক নিজের হস্তগত করেছেন।
সূত্র মতে, গত ১৩ ফেব্রুয়ারি হোমল্যান্ড লাইফের দাবি বিভাগের ৪ কর্মকর্তা শাহিদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি জিডি (নং- ১১১১) করেন। ওই জিডিতে একই ধরণের অভিযোগ আনা হয়। হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব পদ থেকে গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোহাম্মদ শাহিদুল ইসলামকে টার্মিনেট করা হয়।
এ বিষয়ে খিলগাঁও থানার এএসআই বেলাল হোসেন বলেন, শাহিদুল ইসলাম নামে হোমল্যান্ড লাইফের একজন কর্মকর্তাকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে খিলগাঁও থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় মতিঝিল থানার পুলিশও সঙ্গে ছিল। তিনি বলেন, শাহিদুল ইসলামকে আমাদের থানার কোন মামলায় গ্রেপ্তার করা হয়নি। একটি সিআর মামলায় (নং-৪৮৩) তাকে গ্রেপ্তারের নির্দেশ ছিল আদালতের। সেই নির্দেশ বাস্তবায়নে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১১ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191