
| সোমবার, ১৯ মে ২০২৫ | প্রিন্ট | 21 বার পঠিত
অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জেবস) কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনস্থ একটি হোটেলে আজ সোমবার (১৮ মে) সংগঠনের সভাপতি মো: রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (জেবস) কার্ষকরী কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালায়ের অভ্যন্তরে যারা দীর্ঘ দিন সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। সভায় ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়েও সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
Arthobiz | zaman zaman